করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সোমবার (৪ মে) রংপুরের পীরগঞ্জ উপজেলায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
স্পিকারের নিজস্ব অর্থায়নে ও গ্রিন ভিশন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড পীরগঞ্জ শাখার আয়োজনে ১৩ নম্বর রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে ত্রাণ দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসান। এ সময় গ্রিন ভিশন সঞ্চয় ও সমবায় সমিতি লিমিটেড পীরগঞ্জ শাখার চেয়ারম্যান শাহিদুল ইসলাম পিন্টু, স্থানীয় আওয়ামী লীগের নেতারা, উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগেও স্পিকারের নিজস্ব তহবিল হতে পীরগঞ্জ উপজেলার সব ইউনিয়নে দুই ধাপে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
Comment here
You must be logged in to post a comment.