অপরাধসর্বশেষ সংবাদসারা বাংলা

তুরাগের বাউনিয়া বাদালদিতে অবৈধভাবে দেয়াল দিয়ে রাস্তা দখল

তুরাগের বাউনিয়া বাদালদিতে অবৈধভাবে দেয়াল দিয়ে রাস্তা দখল

আলী হোসেন শ্যামল: তুরাগ থানার বাউনিয়া বাদালদিতে অবৈধ ভাবে দেয়াল তুলে রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে অহিদুল হুজুর ও শহীদুল্লার নামে। বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব ফরিদ ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসানকে অবহত করা হয়েছে। এবং তুরাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দখলকৃত রাস্তা দিয়ে চলাচল করে কয়েকটি পরিবার। এবং এই রাস্তা দিয়ে মানুষ মসজিদে যাতায়াত করে।

জানা যায়, অহিদুল হুজুরের নেতৃত্বে একদল সন্ত্রাস নিয়ে সেই সকল পরিবারের উপর হামলা করেছে, মারধর ও ঘরে ভাঙচুর করেছে। হামলায় আহত হয় এক বয়স্ক নারীসহ কয়েকজন।

এলাকাবাসী জানায়, পুর্বে ইউনিয়ন পরিষদ কর্তৃক অনুমোদিত ওমর আলী মার্কেটের দক্ষিনে ১০ তলা বিল্ডিং সংলগ্ন পুর্বে ও পশ্চিম আলতাফা জামে মসজিদ পর্যন্ত জনসাধারনের চলাচলের জন্য রাস্তা দেওয়া হয়েছে, কিন্তু অহিদুল ও শহিদুল তাদের সন্ত্রাসী বাহিনি দ্বারা জোরপুর্বক রাস্তার মাঝখানে দেয়াল দিয়ে রাস্তাটি বন্ধ করে দেয়। এতে করে জনসাধারনের চলাচলে বিগ্ন ঘটছে।