শুক্রবার, ৩১ মার্চ ২০২৩
হোম » ফেসবুক থেকে » তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রপতির শোক’
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রপতির শোক'
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রপতির শোক'

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রপতির শোক’

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ।সোমবার [৬ ফেব্রুয়ারি] এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।আবদুল হামিদ বলেন,তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ বিপদের সময় বাংলাদেশ সরকার ও জনগণ তাদের পাশে আছে।

[৬ ফেব্রুয়ারি] স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের গাজিয়ানটেপ শহরের কাছে৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে উভয় দেশের ২ হাজার ৩০০ জনের বেশি নিহত হয়েছে।

আহত হয়েছে কয়েক হাজার মানুষ। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।ভূমিকম্পের কারণে ওই অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

আরো পড়ুন

কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় : তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ'

কোনো মানুষই আইনের ঊর্ধ্বে নয় : তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ’

প্রথম আলো’তে ২৬শে মার্চে যে সংবাদ প্রচার হয়েছে তা বাসন্তীকে জাল পরানোর মতো’বললেন তথ্য ও …