‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তির ব্যবহার আইন-২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (০৮ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ‘পুরো বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের মহামারি রোধে মাসাধিককাল ধরে কতিপয় ব্যতিক্রম ব্যতিত দেশের সব আদালত ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। জনসমাগম হয় এরূপ সকল কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরূপ পরিস্থিতিতে জনগণের বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত করতে রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৩ এর দফা (১) এর আওতায় গত ৯ মে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ-২০২০ জারি করেন। ’
‘বর্তমানে আদালতসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও কোভিড-১৯ মহামারি রোধকল্পে অধিকতর জনসমাগম নিরুৎসাহিত করা হয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব আদালতে বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে অধ্যাদেশটিকে আইনে পরিণত করতে হলে একাদশ জাতীয় সংসদের ৮ম অধিবেশনের প্রথম বৈঠকের তারিখ থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রশাসনিক মন্ত্রণালয় অর্থাৎ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ কর্তৃক জাতীয় সংসদে উপস্থাপনপূর্বক অনুমোদন করাতে হবে। অন্যথায় ৩০ দিন অতিবাহিত হলে অধ্যাদেশটির কার্যকারিতা লোপ পাবে।’
তিনি আরও বলেন, ‘করোনার বর্তমান অবস্থা বিবেচনা করে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ আইনটি মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি কার্যকর হলে বিদ্যমান প্রেক্ষাপটে ভিডিও কনফারেন্সিংসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে বিচার কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’
Comment here
You must be logged in to post a comment.