লিড নিউজ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি লকডাউন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি লকডাউন

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে।  একই সঙ্গে ফাঁড়িতে থাকা বেশ কয়েকজন পুলিশকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

মঙ্গলবার ( ৫ মে) সকালে ঢামেক সূত্র জানায়, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া করোনায় আক্রান্ত হন।  সোমবার বিকেলে পরীক্ষায় তার করোনা পজিটিভ ধরা পড়ে। রাতেই তাকে রাজারবাগ পুলিশ লাইন্সের কেন্দ্রীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই ঢামেক পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়।

এদিকে ফাঁড়ি ইনচার্জ আক্রান্ত হওয়ার খবরে ফাঁড়িতে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে অবস্থানরত ১২ পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা করেন।

রমনা জোনের ডিসি সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

Comment here