প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিন হাজার অসহায় পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।
সোমবার (১৮ মে) সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার আয়োজনে রাজধানীর উত্তরার আশকোনায় এসব ইফতার তুলে দেওয়া হয় সমাজের সুবিধাবঞ্চিত মানুষের হাতে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়।
বিতরণ অনুষ্ঠানের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে ইফতারসামগ্রী তুলে দেন।
তিনি বলেন, ১৯৮১ সালের ১৭ মে নেত্রী দেশে ফিরেছেন বলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ অনেক ভয়াবহ দুর্যোগের মোকাবিলা করে মানুষকে নিরাপদ রেখেছেন। এবারের করোনা পরিস্থিতিও মোকাবিলা করতে তিনি সক্ষম হবেন।
এ সময় উপস্থিত ছিলেন কোজী মোয়াজ্জেম হোসেন, কৃষিবিদ এ এফ এম মাহবুবুল হাসান, জাফর আজিজ প্রমুখ। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈমের তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটি পরিচালিত হয়
Comment here
You must be logged in to post a comment.