রাজনীতি

ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে।

ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে টুইস্ট করে গুজব রটনা করে যাচ্ছে। অপরাধমূলক কাজে যারা উসকাসি দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।’

শুক্রবার (১৫ মে) ধানমন্ডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ মন্তব্য করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রচারের অভিযোগের বিষয়ে তিনি বলেন,  ‘আইনের যাতে অপপ্রয়োগ না হয় সেজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সজাগ রয়েছে। আমি আবারও বলছি এক্ষেত্রে যদি কোথাও আইনের কোনও ব্যতয় বা অপপ্রয়োগ ঘটে তাহলে সরকারের সংশ্লিষ্ট মহলকে জানানোর আহ্বান জানাচ্ছি।’

Comment here