সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের রবি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার সানমার শপিং মল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত এই নারী কর্মীর নাম সামাইরা স্নেহা শারমিন (২৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আবুল কাশেম ভুঁইয়া জানান, রাতে কাস্টমার কেয়ার থেকে ডিউটি শেষ করে একজন সহকর্মীর মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন শারমিন। মুরাদপুর ফ্লাইওভার দিয়ে জিইসি লুপে মোটরসাইকেলটি নামার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু ঘটে। গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের চালক পুরুষ সহকর্মীটি। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।
Comment here
You must be logged in to post a comment.