অপরাধআইন আদালতবিশেষ প্রতিবেদনসর্বশেষ সংবাদসারা বাংলা

টেকনাফে ১৩ হাজার পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক

টেকনাফে ১৩ হাজার পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক

কক্সবাজারের টেকনাফে ১৩ হাজার পিস ইয়াবাসহ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে টেকনাফের ইনানী বিচের কাছে মেরিন ড্রাইভে অভিযান পরিচালনা করে বিসিজি স্টেশান টেকনাফ। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ১৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইব্রাহীম (২০) নামের এক ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারী কক্সবাজার জেলার টেকনাফ থানার লেদা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ রফিকের ছেলে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া রহমান উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টির অগোচরে এক স্থান হতে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। আটককৃত ইয়াবা পাচারকারী এবং জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comment here