গাজীপুর মহানগরীর টঙ্গীর বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে যায়। এতে চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এমটাই হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
সরেজমিন ঘুরে জানা যায়, নগরীর টঙ্গী বিভিন্ন এলাকায় সামান্য বৃষ্টিতে জলজটের সৃষ্টি হয়েছে। এরমধ্যে টঙ্গী আরিচপুর, বৌ-বাজার, জামাই বাজার, মিরেশ পারা স্টেশনরোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, পূর্ব থানা কার্যালয়, টঙ্গী সরকারি হাসপাতাল গেট, বাসা বাড়ি, মার্কেট পানিতে তলিয়ে গেছে।
এতে করে সাধারণ মানুষ ও এলাকাবাসী চলাচল করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বছরের পর বছর ধরে বর্ষা মৌসুম এলেই জলজটের শিকার টঙ্গীবাসী।
স্থানীয় বাসীন্দা আহসান উল্লাহ বলেন, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে মানুষের হাঁটাচলা বন্ধ হয়ে যায়। বিষয়টি সিটি কর্পোরেশনকেই দেখতে হবে।
এ ব্যাপারে সিটি কর্পোরেশন টঙ্গী জোনের নির্বাহী কর্মকর্তা মো. সোহরাব হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেনের কাজ চলছে, চলমান উন্নয়নের কাজ শেষ হলে হয়তো জলজট কমে আসবে।
Comment here
You must be logged in to post a comment.