মোঃ সোহেল রানা গাজীপুর প্রতিনিধিঃ:
টঙ্গীতে সোমবার রাতে ইয়াছিন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। নিহত যুবক বি-বাড়িয়া জেলার আশুগঞ্জ থানার তালশহর গ্রামের হায়েস মিয়ার ছেলে। নিহতের পিতা হায়েস মিয়া জানায়, প্রায় ১০/১১ মাস আগে আল-আমিন নামের এক দালালকে ছয় লাখ টাকা দেয়া হয় ছেলেকে সিঙ্গাপুর পাঠানোর জন্য।
পরে ওই দালাল ভূয়া কাগজপত্রের মাধ্যমে ইয়াছিনকে সিঙ্গাপুর পাঠানোর ২ দিন পর সে দেশে ফেরত আসে। এ ঘটনার পর দালালকে টাকার জন্য চাপ দিলে সে আমার ছেলেকে পুনরায় সিঙ্গাপুর পাঠানোর কথা বলে গত প্রায় নয় মাস পূর্বে আশুলিয়া থানাধীন কাঠগড়া, জিরাবো এলাকায় তাদের ট্রেনিং সেন্টারে নিয়ে তার হেফাজতে রাখে। প্রথম ৩ মাস খাওয়া খরচ দিতে হয়নি, কিন্তু গত ৫/৬ মাস যাবৎ বাড়ি থেকে তার খাওয়া খরচের জন্য টাকা পাঠানো হতো। গত রোববার বিকেলে ইয়াছিন তার বাবাকে ফোন করে জানায়, সে বাড়ি আসবে গাড়ি ভাড়ার জন্য টাকা পাঠাতে। পরে তার পিতা বিকাশে ৫শ টাকা পাঠায়। টাকা পাঠানোর পর আর ছেলের সাথে যোগাযোগ হয়নি। টঙ্গী পূর্ব থানার ওসির ফোনে জানতে পারেন তার ছেলেকে হত্যা করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসাস ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহত যুবকের সর্বশেষ মোবাইল লোকেশন আশুলিয়া পাওয়া গেছে। তাই ধারনা করা হচ্ছে ঘটনাটি আশুলিয়া থেকে টঙ্গীর মধ্যবর্তী কোথাও ঘটানো হয়েছে। হত্যাটি উদ্দেশ্যমূলক নাকি ছিনতাই সংক্রান্ত সে বিষয়ে এবং নিহতের বিদেশ যাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ পূর্বক তদন্ত করে দেখা হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
Comment here
You must be logged in to post a comment.