সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি নতুন কমিটি ঘোষণা, আজমীর হোসেন তালুকদার সভাপতি ও টুটুলকে সাধারণ সম্পাদক করে ২০২১ সালের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়েছে।
২৫/০১/২০২১ইং তারিখ সোমবার টেলিভিশন সাংবাদিক সংগঠনের কার্যালয় কার্যনির্বাহী পরিষদের এক সভায় টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি কাজী খলিলুর রহমান উপস্থিত সদস্যদের সর্ব সস্মতিক্রমে নতুন এ কমিটি ঘোষনা করেন।
নবগঠিত কমিটিতে একুশে টেলিভিশনের আজমীর হোসেন তালুকদারকে সভাপতি ও বৈশাখী টেলিভিশনের শফিউল আজম টুটুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
অন্যান্য পদের মধ্যে যাহারা রয়েছেন সহ সাধারণ সম্পাদক নিউজ ২৪ এর এস এম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক দীপ্ত টিভির খালিদ হাসান নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ মোহনা টেলিভিশনের রুহুল আমিন রুবেল, দপ্তর সম্পাদক বিজয় টিভির মো: মাসুৃম খান, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে আনন্দ টিভির সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মোহনা টিভির কাঠালিয়া প্রতিনিধি মো: মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছে।
ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ ও ডিবিসি নিউজ এর আল আমিন তালুকদারকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।
এরপূর্বে বিদায়ী সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রতিষ্ঠাকালীন সদস্য জিয়াউল হাসান পলাশ, নবগঠিত কমিটির সভাপতি আজমীর হোসেন তালুকদার, বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জলিল, বিদায়ী কমিটির কোষাধ্যক্ষ তরুন সরকার, নির্বাহী সদস্য আল আমিন তালুকদার, এসএম রেজাউল করিম, খালিদ হাসান তালুকদার, ইব্রাহিম খান শাকিল, খলিলুর রহমান, মিঠুন চক্রবর্তী, খাইরুল ইসলাম পলাশ ও আতাউর রহমান প্রমুখ।
Comment here
You must be logged in to post a comment.