রবিবার, ২৮ মে ২০২৩
হোম » শিক্ষা » জেএসএসির ফলাফল জানেন না জেলা শিক্ষা অফিসার!

জেএসএসির ফলাফল জানেন না জেলা শিক্ষা অফিসার!

সারা দেশে জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে আজ মঙ্গলবার দুপুরে। কিন্তু সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঙ্গলবার সোয়া ৫টা পর্যন্ত জেলার জেএসসি ফলাফল জানতে পারেননি। তিনি ফলাফল জানতে কোনো চেষ্টাও করেননি বলে জানা গেছে।

তাই সাংবাদিকরা জেলার মোট ফলাফল জানতে পারেননি। এমনকি জেলায় মোট পাসের হার কত সেই হিসেবেও জানাতে পারেননি তিনি। উল্টো বোর্ড কর্তৃপক্ষ ফলাফল মেইলে না পাঠানোয় ক্ষোভ প্রকাশ করেন। তবে বোর্ড থেকেও বা অন্যান্য সূত্র থেকেও তিনি ফলাফল জানার চেষ্টা করেননি বলে জানা গেছে।

আজ মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় এই প্রতিবেদক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে জেলায় জেএসসির ফলাফল জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো তথ্য নেই। বোর্ড আমাকে মেইল দেয়নি। সকালে ফলাফল ঘোষণার পরও বিকেলেও এসেও নিজ উদ্যোগে সংগ্রহ করা হলো না কেন জানতে চাইলে তিনি বলেন, আমার অফিসে লোক কম। আমি চেষ্টা করেছি। আপনি আমার দুঃখের কথা লিখেন।

আরো পড়ুন

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।ওবায়দুল কাদের'

নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।ওবায়দুল কাদের’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলে মন্তব্য করলেন’নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।শনিবার [২৭ …