জাতীয়সারা বাংলা

জামালপুরে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

জামালপুরে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিনিধি:
গত ২৪ ঘণ্টায় জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলালসহ সাত উপজেলায় নতুন করে ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৭ জনে দাঁড়ালো। বৃহস্পতিবার (৪ জুন) সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাশ এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একদিনের ব্যবধানে করোনা আক্রান্ত ৫৪ জন শনাক্ত হয়েছেন। একদিনের ব্যবধানে জেলায় এটিই আক্রান্ত শনাক্তের সর্বোচ্চ রেকর্ড নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরে ৮, ইসলামপুরে ১৭, মেলান্দহে ১, বকশীগঞ্জে ১৮, সরিষাবাড়ীতে ৫, মাদারগঞ্জে ২ ও দেওয়ানগঞ্জ উপজেলায় ৩ জন। জেলায় এখন পর্যন্ত ২৪ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক ও ৫৯ জন সরকারি স্বাস্থ্যকর্মী এবং ১০ জন বেসরকারি স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।

মোট আক্রান্ত ৩০৭ জনের মধ্যে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩২ জন। মারা গেছেন চারজন। নতুন আক্রান্তদের প্রায় সবাইকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে নেওয়া হবে বলে জানা গেছে।

Comment here