আসন্ন নতুন অর্থবছরের (২০২০-২০২১) জন্য জাতীয় সংসদ সচিবালয়ের বাজেট ঘোষণা করা হবে সোমবার (০৮ জুলাই)।
ওইদনি বেলা ১১টায় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের ৩১তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এতে সভাপতিত্ব করবেন।
বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। বৈঠক শেষে বাজেট ঘোষণা করা হবে।
সংসদ সূত্র জানায়, কমিশন বৈঠকে সংসদ সচিবালয়ের বাজেট ছাড়াও সিনিয়র সচিবের কার্যালয়ে আপ্যায়ন ভাতা বৃদ্ধি, সংসদের নিয়োগ বিধিমালা সংশোধনসহ বিভিন্ন এজেন্ডা রাখা হয়েছে।
গত বছর সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল। যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছিল।
এছাড়াও ওই বাজেটে সংসদীয় কমিটির সভাপতিদের আপ্যায়ন খরচ বাড়ানো হয়েছিল। স্পিকারের জন্য নতুন গাড়ি ছাড়াও ১০টি পাজেরো জিপ কেনার জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল।
করোনা দুর্যোগের কথা বিবেচনা করে এবার আগের বছরের মতোই বাজেট রাখা হতে পারে বলে জানা গেছে।
Comment here
You must be logged in to post a comment.