বিপুল চৌধুরীঃ রাজধানীর তুরাগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এশিয়ান টিভির বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক নাটক ‘আয়েশা মরিয়ম’ এর ব্রান্ডিং ওপেনিং।
শুক্রবার বিকেলে উত্তরার দিয়াবাড়ি এলাকার ফ্যান্টাসি আইল্যান্ডের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করে টেলিভিশনটির উত্তরা প্রতিনিধি শুকতারা ইসলাম ঐশী । অনুষ্ঠানটির উদ্বোধন করেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ। এসময় উপস্থিত ছিলেন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুর রহমান শরীফ, ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।