জাতীয়লিড নিউজ

জনপ্রশাসন পদকের জন্য মনোনয়ন পাঠানোর সময় বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন পদকের জন্য মনোনয়ন পাঠানোর সময় বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

সরকারের দেওয়া জনপ্রশাসন পদক-২০২০ এর জন্য নাম পাঠানোর সময় বাড়িয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মনোনয়ন পাঠানোর জন্য আগামী ১৮মে সময় বাড়িয়েছে মন্ত্রণালয়।

শুক্রবার (৮ মে) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইতোমধ্যেই আদেশের কপি দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিপি- ২ শাখার উপসচিব ড. মোহম্মদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, করোনার প্রাদুর্ভাবের কারণে মনোনয়ন পাঠানোর নির্ধারিত সময় ৭ এপ্রিলের মধ্যে অনেকেই মনোনয়ন পাঠাতে পারেননি। তাই আগামী ১৮মে মধ্যে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে মনোনয়ন (নীতিমালার “সংযোজনী-ক” ও বাছাই কমিটির সভার কার্যবিবরণী ওয়ার্ড ও পিডিএফ ফাইলে ই মেইলে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর সরকার জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫ (২০১৬ সালে সংশোধিত) অনুসারে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে জাতীয় ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ দল ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে (তিন শ্রেণিতে মোট ছয়টি ক্যাটাগরি) জনপ্রশাসন পদক প্রদান করে। এর আওতায় জনপ্রশাসন পদক-২০২০ প্রদানের জন্য মন্ত্রণালয় বা বিভাগ, জেলা বা অধিদফতর পর্যায় থেকে মনোনয়ন পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ৭ এপ্রিল।

Comment here