রবিবার, ২৮ মে ২০২৩
হোম » ভারত প্রসঙ্গ » জনতার বিক্ষোভস্থলে পিস্তল হাতে হুমকি!

জনতার বিক্ষোভস্থলে পিস্তল হাতে হুমকি!

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লির শাহিনবাগে এখনও রাতজেগে প্রতিবাদ জানাচ্ছেন নারী ও শিশুরা। বিজেপি নেতাদের কার্যত চক্ষুশূল হয়ে উঠেছেন এই প্রতিবাদীরা। কেউ বলছেন, ‘গুলি করে মেরে দেওয়া উচিত’, আবার কারও কথায়, ‘দিল্লিতে ক্ষমতায় এলে একঘণ্টায় ফাঁকা করে দেব শাহিনবাগ’! এই পরিস্থিতিতে মঙ্গলবার হঠাতই পিস্তল হাতে শাহিনবাগের বিক্ষোভ স্থলে ঢুকে পড়লেন এক যুবক।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে দুই ব্যক্তি শাহিনবাগের প্রতিবাদস্থলে হাজির হয়ে হুমকি দিতে শুরু করেন, ‘রাস্তা ফাঁকা করুন, নাহলে মরতে হবে!’

সইদ তাসির আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ওই ব্যক্তি দুপুর তিনটে নাগাদ বিক্ষোভস্থলে এসে হুমকি দিতে শুরু করেন। স্টেজেও উঠে পড়েন। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সঙ্গে ওই ব্যক্তি যুক্ত বলেও দাবি করছিলেন।’

তবে ঘটনাস্থলে উপস্থিত জনতাই ওই ব্যক্তিকে প্রতিবাদস্থলের বাইরে নিয়ে যায় এবং তার থেকে পিস্তল কেড়ে নেয়।

গোটা ঘটনার ভিডিও করেন কয়েকজন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল।

আরো পড়ুন

,চীন ও ভারতের দ্বন্দ্ব মার্কিন-ভারত সম্পর্কের দিকে ধাবিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ'

,চীন ও ভারতের দ্বন্দ্ব মার্কিন-ভারত সম্পর্কের দিকে ধাবিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ’

বিশ্বের দুটি বৃহত্তম জনসংখ্যার দেশ ও এশিয়ার প্রতিবেশী দুটি রাষ্ট্রের মধ্যে উত্তেজনায় চীনের শক্তি বৃদ্ধিতে …