বিনোদনসর্বশেষ সংবাদ

ছোট পর্দায় ইতি টানছেন সাবিলা নূর?

ছোট পর্দায় ইতি টানছেন সাবিলা নূর?

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় জগতে আছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী সাবিলা নূর। অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও এতদিন তাকে বড় পর্দায় দেখা যায়নি।

Sabila Nur - BDShows

তবে এবার সেই অপূর্ণতা দূর হয়েছে। ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। প্রথম সিনেমাতেই শাকিব খানের মতো তারকাকে সহশিল্পী হিসেবে পাওয়াকে তিনি নিজের সৌভাগ্য বলে মনে করছেন।

সম্প্তি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার মুক্তিপ্রাপ্ত সিনেমা ও নানা কাজ নিয়ে কথা বলেছেন সাবিলা নূর। অভিনেত্রী বলেন, আমি ছোটপর্দায় শেষ দুই বছর সেভাবে নিয়মিত কাজ করিনি। কারণ ভালো কন্টেন্টে কাজ করার ইচ্ছা ছিল, সে কারণে বেছে বেছে কাজ করেছি।

তিনি বলেন, যেহেতু ‘তাণ্ডব’ একটা স্ট্যান্ডার্ড সেট করেছে। মানে, তাণ্ডবের মতো একটা সিনেমা করার পর অবশ্যই আমার এ রকম কিংবা এর থেকে আরও ভালো কিছু করতে হবে।

তবে ছোটপর্দায় আর দেখা যাবে কিনা- এমন প্রশ্নের উত্তরে সাবিলা নূর বলেন, এটি নিয়ে আপাতত এখনো ভাবছি না।  কারণ আমার চিন্তা হচ্ছে, ভালো কাজ করা। ভালো মানের কাজ করা।