স্টাফ রিপোর্টার : রাজধানীর বাড্ডায় বাসায় অগ্নিকান্ডে দগ্ধ দৈনিক যুগান্তরের সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নান্নু মারা গেছেন।
শনিবার (১৩ জুন) সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
একই বাসায় আগুনে ছেলের মৃত্যুর পর, এবার রহস্যজনকভাবে তিনি দগ্ধ হন। শুক্রবার ভোরে রাজধানীর বাড্ডার আফতাবনগরে নিজ বাসায় এ দুর্ঘটনা ঘটে। ঠিক কীভাবে আবারও বাসাটিতে আগুন লেগেছে তা জানা যায়নি। আগুনে নান্নুর শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল। গত ২ জানুয়ারি বাড্ডার আফতাবনগরের ৩ নম্বর রোডের বি ব্লকের ৪৪/৪৬ নম্বর বাসায় এসি বিস্ফোরণে সাংবাদিক নান্নুর একমাত্র ছেলে পিয়াস মারা যায়। সে সময় আহত হন নান্নু। এর ঠিক ৬ মাস পরই আবারও সে একই রুমে লাগা অগ্নিকাণ্ডে গুরুতর আহত হলেন নান্নু।
Comment here
You must be logged in to post a comment.