লাদাখ সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনার মধ্যে চীনা কোম্পানির সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তি বাতিল করে দিয়েছে ভারতীয় রেলওয়ে। ২০১৬ সালে ওই চুক্তিটি স্বাক্ষর হয়। এর অধীনে ৪৭১ কোটি রুপি ব্যয়ে ভারতের কানপুর-দীন দয়াল উপাধ্যায় সেকশনের ৪৭১ কিলোমিটার রেলপথের সিগনালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থা উন্নয়নের দায়িত্ব পেয়েছিল বেইজিংয়ের ন্যাশনাল রেলওয়ে রিসার্চ অ্যান্ড ডিজাইন ইনস্টিটিউট অব সিগনাল অ্যান্ড কমিউনিকেশন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
দুই দেশের সেনা উত্তেজনার মধ্যে চুক্তিটি বাতিল করা হলেও ভারতীয় কর্তৃপক্ষ বলছে, চীনা কোম্পানিটি চার বছরে প্রকল্পটির মাত্র ২০ শতাংশ কাজ শেষ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় কর্মকর্তাদের দাবি চুক্তি অনুযায়ী প্রকল্প এলাকায় প্রকৌশলী কিংবা অনুমোদিত ব্যক্তি সরবরাহ করতে পারেনি চীনা প্রতিষ্ঠানটি। এক কর্মকর্তা বলেন, ‘প্রতিটি পর্যায়েই বৈঠক হয়েছে, কিন্তু কোনও উন্নতি হয়নি।’
লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ২০ সেনা নিহতের পর ভারতজুড়ে চীনা পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। চীনের বিরুদ্ধে প্রতিশোধ এবং বাণিজ্য সম্পর্ক খর্বের দাবিতে দেশটির বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়েছে। চুক্তি বাতিলের বিষয়ে অবগত অনেকেই বলছেন চীনের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে তা মানতে নারাজ ভারতীয় রেলওয়ের কর্মকর্তারা। এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত এপ্রিলে। তবে চুক্তিটি চূড়ান্তভাবে বাতিল করতে হলে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ভারতকে অনাপত্তি পত্র (নন-অবজেকশন সার্টিফিকেট) নিতে হবে।
Comment here
You must be logged in to post a comment.