অপরাধআইন আদালতসর্বশেষ সংবাদসারা বাংলা

চাউল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও চৌকিদার আটক

চাউল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান ও চৌকিদার আটক

ময়মনসিংহের ভালুকায় বিজিএফ চাউল বিতরণে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান (ইউপি) জেসমিন নাহার রাণী ও চৌকিদার আলীকে আটক করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

বুধবার (২২ জুলাই) বিকেলে মেদুয়ারী ইউনিয়ন পরিষদ থেকে আটক করে ভালুকা থানায় হস্তান্তর করেন ইউএনও মাসুদ কামাল।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন।

আটক জেসমিন নাহার রাণী উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ জানান, মেদুয়ারী ইউনিয়নে ৩ ধাপে প্রতি ১০ কেজি করে ৪ হাজার ৮৩ জনের নামে বরাদ্ধ চাউল বিতরণ করার কথা ছিল। প্রথম দুই ধাপ চাউল বিতরণে কোন অনিয়মের অভিযোগ না থাকলেও তৃতীয় ধাপে এসে প্রায় ২শ জনের চাউল কম পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা প্রতিবাদ শুরু করেন।

ইউএনও মাসুদ কামাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও চৌকিদার আকবর আলীকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ওসি মাইন উদ্দিন জানান, ইউএনও মাসুদ কামাল চেয়ারম্যান জেসমিন নাহার রাণী ও চৌকিদার আকবর আলীকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ এখন পর্যন্ত তিনি করেননি।

Comment here