চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী ও শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি) সকালে শহরের শপথ চত্বর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতরা গত ২০১৮ সালের রাজনৈতিক সহিংসতার মামলার পরোয়ানাভুক্ত আসামি। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
এদিকে স্থানীয়রা জানান, শাহরিয়ার সকালে বাসা থেকে বের হয়ে বড় স্টেশন মাছঘাটে মৎস্য ব্যবসায়ী সমিতির নির্বাচনের উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Comment here
You must be logged in to post a comment.