প্রবীণ সাংবাদিক ও ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি ফারুক কাজী আর নেই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর এলিফ্যান্ট রোডস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
তাঁর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ওয়াকিল আহমেদ হিরন।
তাঁর মেয়ে আরশি এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, কয়েকদিন আগে ওনার শরীরে ব্যথা হওয়ার কারণে টেস্ট করানো হয়। গতকাল হাতে পাওয়া রিপোর্টে তার কিডনি সমস্যা পাওয়া যায়। তবে চিকিৎসা শুরু হওয়ার আগেই তাঁর মৃত্যু হলো।
কর্মজীবনে তিনি সাংবাদিক হিসেবে বাংলাদেশ সংবাদ সংস্থা, ইউএনবি, অবজারভারসহ বেশ কিছু সংবাদ প্রতিষ্ঠানে সাংবাদিকতা করেছেন। এছাড়া ল’ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি তিনি।
Comment here
You must be logged in to post a comment.