রবিবার, ২৮ মে ২০২৩
হোম » বিনোদন » চলে গেলেন অবসকিওরের প্রিন্স

চলে গেলেন অবসকিওরের প্রিন্স

‘অবসকিওর’ ব্যান্ডের বেজ গিটারবাদক ক্রিস্টোফার গোমেজ প্রিন্স মারা গেছেন। ১২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। খবরটি নিশ্চিত করে ‘অবসকিওর’-এর দলনেতা ও ভোকাল সাঈদ হাসান টিপু বলেন, ‘দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন প্রিন্স। কিন্তু বিষয়টি তিনি কাউকে বলেননি। ১২ জানুয়ারি সকাল ১১টায়ও আমার সঙ্গে কথা হয়। এর কিছুক্ষণ পরই তাঁর হার্টে সমস্যা দেখা দেয়। এরপর তিনি নিজেই স্কুটি নিয়ে হার্ট ফাউন্ডেশনের উদ্দেশে রওনা দেন। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পথে তাঁর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।’ প্রিন্সের অকাল মৃত্যুতে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য, প্রিন্সের জন্ম ১৯৭৫ সালের ২৪ ডিসেম্বর ঢাকায়। ‘নেসক্যাফে : গেট সেট রক’ প্রতিযোগিতায় বিচারক প্যানেল তাঁকে ‘সেরা বেজ শিল্পী’ হিসেবে মনোনীত করেন। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি তিনি ‘অবসকিওর’-এ যোগ দেন।

আরো পড়ুন

নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য গ্রেপ্তার।

নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্য গ্রেপ্তার।

সাভারের আশুলিয়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি [জাহিদীন জেএমবি]এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার থানার জিরাবোর …