চলতি জুলাই মাসের মধ্যেই জুন মাসের বেতন পাবেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। একইসঙ্গে আগামী তিন দিনের মধ্যে পাটকল শ্রমিকদের মোট পাওনা জানা যাবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
শুক্রবার (০৩ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে যখন আমি পাটকলের বিষয়ে জানাই তখন মনে হলো তিনি কাঁদছেন। আমি তাকে সব জানিয়েছি। তিনি জানিয়েছেন পাটকল শ্রমিকরা সব পাওনা সময়মতো পেয়ে যাবেন। বিশ্বব্যাপী পাটের চাহিদা বাড়ছে। একটি পাটগাছের প্রতিটি অংশ কাজে লাগে। আমরা পাটকল বন্ধ করছি এটা ঠিক না। এর আধুনিকায়ন হবে।’
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধানসহ পাটখাতে প্রতিযোগিতামূলক পরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পাটকল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো ১ জুলাই থেকে বন্ধ ঘোষণা এবং গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার আওতায় কর্মরত ২৪ হাজার ৮৮৬ জন শ্রমিকের সমুদয় পাওনা এককালীন পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ধারাবাহিকভাবে লোকসানে থাকা দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলের ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী কর্মচারীর চাকরি ‘গোল্ডেন হ্যান্ডশেকের’ মাধ্যমে অবসায়নের সিদ্ধান্ত গত রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানান বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
Comment here
You must be logged in to post a comment.