চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় একটি মুদি দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭।
অভিযানে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে মুদি দোকানের মালিক ব্যবসায়ী খোরশেদ আলম (৩২) এবং তার সহযোগী ও ছোট ভাই সাইফুল ইসলাম (২৪) এবং দোকান কর্মচারী মো. ওসমানকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৯ মে) সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল এই অভিযান পরিচালনা করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহামুদুল হাসান মামুন অভিযানে ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী খোরশেদ আলম দীর্ঘদিন ধরে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন।
গোপন সূত্রে তার দোকানে ৩০ হাজার ইয়াবা মজুদের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার দোকান থেকে ৩০ হাজার ইয়াবাসহ মুদি ব্যবসায়ী খোরশেদ ও তার অপর দুই সহযোগীকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মাহামুদুল হাসান মামুন।
Comment here
You must be logged in to post a comment.