করোনাভাইরাসের উপসর্গ নিয়ে চট্টগ্রামের সাংবাদিকদের সবার বিপদের বন্ধু ডা. নুরুল হক মৃত্যুবরণ করেছেন।
নিজের কর্মস্থল চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৭ জুন) ভোর রাতের দিকে ডা. নুরুল হকের মৃত্যু ঘটে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি মেট্রোপলিটন হাসপাতালের সিনিয়র আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হাসপাতালের জেনারেল ম্যানেজার ডা. মোহাম্মদ সেলিম।
তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ডা. নুরুল হক গত ১৪ জুন হাসপাতালে ভর্তি হন। ১৬ জুন তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতের দিকে তার মৃত্যু ঘটে। তাকে বাঁচানোর জন্য প্লাজমা থেরাপিসহ সব রকম চেষ্ঠা করা হয়েছিলো।
করোনার পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তার ফলাফল পাওয়া যায়নি।
উল্লেখ্য, ডা. নুরুল হক ছিলেন চট্টগ্রামের সাংবাদিক মহলে খুবই সুপরিচিত ও জনপ্রিয়। সবার বিপদে তিনি এগিয়ে আসতেন। সাংবাদিকরা যে কোন সময় চিকিৎসা সংক্রান্ত সহায়তা চেয়ে কখনো বিমুখ হননি এই চিকিৎসকের কাছে। ডা. নুরুল হকের মৃত্যুতে চট্টগ্রামের চিকিৎসক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Comment here
You must be logged in to post a comment.