চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। ফজিলাতুন্নেছা (৭১) নামের ওই রোগী আগে থেকে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। আজ শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, সবশেষ মারা যাওয়া নারী বাকলিয়ার বাসিন্দা। কোভিড-১৯ পজিটিভ আসার পর গত মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে শুক্রবার দুপুরে তিনি মারা যান। তিনি ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন।