বিশেষ প্রতিবেদনসর্বশেষ সংবাদসারা বাংলাস্বাস্থ্য

চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিনে ২ জনের মৃত্যু

চট্টগ্রামে একদিনে নতুন করে সর্বোচ্চ সংখ্যক ৩৪৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩৫ জনে।

এ ছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২ জন।

সোমবার (২৯ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৭টি ল্যাবে ৯৯৭ টি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ ৩৪৬ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৫৬টি নমুনার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এর মহানগরে আক্রান্ত হয়েছেন ২৫ জন ও উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩১ জন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৪৪ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে মহানগরে ৩ জন ও উপজেলায় ২৩ জন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১১২ জনের নমুনা পরীক্ষায় ৪৫ জনের পজিটিভ পাওয়া যায়। এরা সবাই মহানগরীর বাসিন্দা।

বিআইটিআইডি ল্যাবে ১০১ জনের নমুনা পরীক্ষায় ১৪ জনের পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে মহানগরে ১২ জন ও উপজেলায় ২ জন।

বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১১০ জনের নমুনা পরীক্ষায় ২৪ জনের পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে মহানগরে ২৩ জন ও উপজেলায় ১ জন।

শেভরনের ল্যাবে সর্বশেষ দুইদিনে সংগৃহীত ৩৫২ জনের নমুনা পরীক্ষায় ১৭৭ জনের পজিটিভ পাওয়া যায়। এরমধ্যে মহানগরে ১৬৬ জন ও উপজেলায় ১১ জন।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে চট্টগ্রামের ১১ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ পাওয়া যায়। এরা সবাই মহানগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত ৮০৩৫ জনের মধ্যে মারা গেছেন ১৭১ জন। এর ১৩১ জনই মহানগরের ও ৪০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। হাসপাতালে এবং বাসায় আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ৪০০০ জন।

Comment here