ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরা, বাগেরহাট ও নোয়াখালীর ভাসানচর আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
শুক্রবার (২২ মে) পানিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেছেন, ‘আম্ফানে ক্ষতিগ্রস্ত সব বাঁধ দ্রুত মেরামতের নির্দেশনা দিয়েছি। ঈদের ছুটির মধ্যেও এসব কাজ অব্যাহত থাকবে। সারা দেশে আমাদের প্রায় ১৭ হাজার কিলোমিটার বাঁধ আছে, যার ৫ হাজার ৫৫৭ কিলোমিটার উপকূলীয় এলাকায়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিদ্যমান সব বাঁধকে আরো যুগোপযোগী ও উঁচু করতে পানিসম্পদ মন্ত্রণালয় বদ্ধ পরিকর।’
পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীন, ভাসানচর আশ্রয়ন প্রকল্পের পরিচালক প্রমুখ হেলিকপ্টারযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
Comment here
You must be logged in to post a comment.