ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানচলাচল ব্যাহত হচ্ছে। এতে বঙ্গবন্ধু পূর্ব থেকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা রোববার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টা থেকে সোমবার (২৫ জানুয়ারি) সকাল পর্যন্ত দফায় দফায় কয়েক ঘণ্টা বন্ধ রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
তবে শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি কষ্টে পড়েছে। এ ছাড়া কাঁচামালবাহী ট্রাক সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় চরমভাবে লোকসান আতঙ্কে রয়েছে।
এদিকে যানজট নিরসনে কাজ করে যাচ্ছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে দাবি করছেন তারা। এখন পর্যন্ত কোথাও কোনো প্রকার সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
চালক ও যাত্রীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। খাবার ও পয়ঃনিষ্কাশন করতে না পারায় চরম সমস্যায় রয়েছে তারা।
Comment here
You must be logged in to post a comment.