সারা বাংলাস্বাস্থ্য

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত মোট ২০৬ জন

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত মোট ২০৬ জন

গোপালগঞ্জে দুইশো ছাড়ালো করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৬ জনে।

মঙ্গলবার (২ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে কাশিয়ানী উপজেলায় দুইজন, মুকসুদপুর উপজেলায় দুইজন, গোপালগঞ্জ সদর উপজেলায় একজন ও কোটালীপাড়ায় একজন রয়েছেন। আক্রান্তদের বাড়িসহ আশেপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ডা.নিয়াজ মোহাম্মদ জানান, মোট আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। বাকীদের মধ্যে ৯২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১১৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরো জানান, এ পযর্ন্ত ৩ হাজার ৫০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

Comment here