নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীতে মা ও এক বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
এ সময় পুকুরের পাশের গাছের সঙ্গে মায়ের লাশ ঝুলন্ত অবস্থায় ও পুকুরের পানিতে শিশুটির লাশ ছিলো।
শুক্রবার (২৯ মে) সকালে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের কোম্পানি বাজার এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন।
তারা হলেন— সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. মনুর স্ত্রী বিবি মরিয়ম (২৬) ও তার এক বছরের শিশু সন্তান। নিহত মরিয়ম তিন সন্তানের জননী।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি নবীর হোসেন জানান, স্বামীর পরকীয়া প্রেমের কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এ থেকে মরিয়মকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। ঘটনার পর থেকে নিহতের স্বামীর পরিবারের সকলেই পলাতক রয়েছেন।
ওসি আরো জানান, ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। মায়ের লাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। আর শিশুটির লাশ পাশেই পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তদন্ত না করা পর্যন্ত এটি হত্যা না আত্নহত্যা তা বলা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য লাশ দুটি নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। রিপোর্টের ফলাফলের ভিত্তিতে পুলিশ পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
Comment here
You must be logged in to post a comment.