সারা বাংলাস্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১০২ জন আক্রান্ত

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১০২ জন আক্রান্ত

 স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে নতুন করে ১০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৫০০ জনে।

রোববার (৭ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

সব মিলিয়ে জেলায় নমুনা সংগ্রহের সংখ্যা হলো ১৫ হাজার ৩৬৮। জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার তালিকায় কোনও নতুন নাম নেই। জেলায় মোট সুস্থের সংখ্যা ৯১০ জন।

Comment here