নিজস্ব প্রতিনিধিঃ
গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ২০৭ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে বাহিনীতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ২০৬ জনে।
রোববার (০৮ জুন) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।
হেডকোয়ার্টার্স থেকে আরও জানানো হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্য ১ হাজার ৮২৬ জন। এর বাইরে কোয়ারেন্টাইনে আছেন ৬ হাজার ৪৫১ জন, আর আইসলোশনে আছেন ২ হাজার ৯ জন।
এছাড়া সুস্থ হয়েছেন ২ হাজার ৭৬৭ জন। আর মারা গেছেন ১৬ জন পুলিশ সদস্য।
এআইজি (মিডিয়া) সোহেল রানা জানান, আক্রান্তের পাশাপাশি পুলিশ সদস্যরা দ্রুত সুস্থও হচ্ছেন। সুস্থ হয়ে অনেকেই এরইমধ্যে কাজে যোগ দিয়েছেন। বাকিরাও দ্রুত সুস্থ হয়ে ফিরবেন বলে আশা করছি।
Comment here
You must be logged in to post a comment.