সর্বশেষ সংবাদসারা বাংলা

খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুর রকিব খানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুর রকিব খানকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে খুলনার রাইসা ক্লিনিকের মালিক ডাক্তার আব্দুর রকিব খানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন চিকিৎসকরা।

মানববন্ধনে অংশ নিয়ে ডা. গাউসুল আজম বলেন, এই মহামারির সময়ে যিনি আপনার বিপদের বন্ধু, তাদেরকে শত্রু বানিয়ে দিচ্ছেন। বিশ্বাস করতে পারছেন না। এত বছর ধরে দুর্বল স্বাস্থ্য ব্যবস্থার দায় পুরোপুরি ডাক্তারের ওপর দিয়ে আড়ালে থেকে যাচ্ছে সেই অশুভ শক্তি। তারাই মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে চিকিৎসক এবং জনগণকে। তাই এখন চিকিৎসক এবং নাগরিক, উভয়পক্ষের সুবিধা, নিরাপত্তা, অধিকার নিশ্চিতকরণের জন্য প্রয়োজন স্বাস্থ‌্যনীতির।

ডা. আব্দুর রকিব খান স্বাস্থ্য অধিদপ্তরের একজন পরিচালক ও বাগেরহাট সরকারি মেডিক‌্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ম্যাটসের অধ্যক্ষ ও রাইসা ক্লিনিকের পরিচালক চিকিৎসক আব্দুর রকিব রোগীর স্বজনদের হামলায় নিহত হন।

Comment here