প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সচিব ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আখতার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
শনিবার (১১ জুলাই) ভোর ছয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সকালে বিদিশা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিদিশা সিদ্দিক এতথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান ও জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ প্রায় এক মাস ধরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে বেশ কিছুদিন ধরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এরশাদ ট্রাস্টের চেয়রম্যান খালেদের মৃত্যুতে বিদিশা সিদ্দিক গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
Comment here
You must be logged in to post a comment.