করোনার এ সময়ে গণমাধ্যমকর্মীদের চাকরিচ্যুতি না করতে সব পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (০৮ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ আহ্বান জানান।
প্রতিষ্ঠানের মালিকদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, ‘মহামারির এ পরিস্থিতিতে মানুষ অত্যন্ত অসহায়। যারা বিভিন্ন কাজ করছেন, চাকরি করছেন তারাও অসহায়। আমি আগেও অনুরোধ জানিয়েছি, আবারও অনুরোধ করছি, করোনার এ পরিস্থিতিতে কাউকে যেন চাকরিচ্যুত করা না হয়। সেই সঙ্গে সবার বেতন-ভাতাও যেন নিয়মিত পরিশোধ করা হয়। কারণ এসময়ে চাকরিচ্যুতি অত্যন্ত অমানবিক। আমি সেটি না করার জন্য অনুরোধ জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব উল্লেখ করে ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী এ দুর্যোগের সময় বিপদগ্রস্ত সাংবাদিকদের সহায়তার ঘোষণা দিয়েছেন। সাংবাদিক সংগঠনগুলোর কাছ থেকে পাওয়া গেলে আগামী সপ্তাহে আমরা সহায়তা দেওয়ার জন্য তালিকা চূড়ান্ত করতে পারবো বলে আশা করছি। ’
মন্ত্রী এসময় করোনায় আক্রান্ত সাংবাদিকদের দ্রুত আরোগ্য এবং করোনায় মারা যাওয়া সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করেন।
এসময় বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু প্রমুখ উপস্থিত ছিলেন।
Comment here
You must be logged in to post a comment.