মঙ্গলবার, ৩০ মে ২০২৩
হোম » ইসলাম » কোরআন শরিফে চুমু দেওয়া যাবে?

কোরআন শরিফে চুমু দেওয়া যাবে?

প্রশ্ন : কখনো কোরআন শরিফের সঙ্গে অসম্মানের আচরণ হয়ে গেলে অথবা তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কোরআনে চুমু দিই, চোখে লাগাই। ইসলামী শরিয়তে এভাবে চুমু দেওয়ার হুকুম কী?

—আবদুল আজিজ, বাসাবো, ঢাকা

উত্তর : কোরআনুল কারিমে চুমু দেওয়া জায়েজ আছে। ইকরিমা (রা.) থেকে কোরআনুল কারিম চেহারায় লাগানো ও চুমু দেওয়া প্রমাণিত (সুনানে দারিমি, হাদিস : ৩৩৫৩)। তাই কেউ কোরআনে চুমু দিলে তাকে বারণ করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, অসতর্কতাবশত কোরআন মাজিদের সঙ্গে অসম্মানজনক কিছু হয়ে গেলে সে ক্ষেত্রেও চুমু দিতে নিষেধ নেই। তবে তখন মূল করণীয় হলো অসতর্কতার কারণে লজ্জিত হওয়া এবং তাওবা-ইস্তিগফার করা।

সূত্র : মাজমাউজ জাওয়াইদ, হাদিস ১৬০৪৯; আদ্দুররুল মুখতার : ৬/৩৮৪; হাশিয়াতুত তাহতাবি আলাল মারাকি, পৃষ্ঠা ১৭৫; ইমদাদুল ফাতাওয়া ৪/৬০।

আরো পড়ুন

নামাজের সময়সূচি।

নামাজের সময়সূচি।

আজ সোমবার,৩০ জানুয়ারি ২০২৩ ইংরেজি,১৬ মাঘ ১৪২৯ বাংলা,০৭ রজব ১৪৪৪ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী …