মঙ্গলবার, ৩০ মে ২০২৩
হোম » শীর্ষ সংবাদ » কেন্দ্রে কেন্দ্রে বাধা, ভয়-আতঙ্কে ভোটার উপস্থিতি কম

কেন্দ্রে কেন্দ্রে বাধা, ভয়-আতঙ্কে ভোটার উপস্থিতি কম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের ভোটার মঈনুল ইসলাম নিজের ভোট দিতে গিয়েছিলেন নয়াটোলা মাদ্রাসায়। আজ শনিবার সকাল সাড়ে ৯টায় লাইনে দাঁড়িয়ে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সেই লাইন না এগোনোয় সামনে গিয়ে কারণ জানে চান তিনি। গেটে অবস্থানরত স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। কেন্দ্রে আশেপাশে আর না আসার হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন ওই নেতারা।

ওই ওয়ার্ডে আওয়ামী লীগের মনোনীত কাউন্সিলর প্রার্থী প্রকৌশলী তৈমুর রেজা খোকনের নেতাকর্মীদের এমন ব্যবহারে হতাশা প্রকাশ করে মঈনুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আমাদের দেশে ভোট কেন্দ্রগুলোতে এ কারণেই ভোটাররা যেতে চান না। যাদের ভোট ওরা নিশ্চিত পাবে শুধু তাদেরকেই কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে। অন্যদের লাইনে আটকে রাখা হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।’

আজ শনিবার সিটি নির্বাচনে বেশ কিছু ভোটকেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাপটে ভোট দিতে পারেননি ভোটাররা। রাজধানীর বনশ্রীর বনশ্রী আইডিয়াল স্কুলে ভোট শুরু হওয়ার পর পরই বিএনপির পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ওই কেন্দ্রে গিয়ে বিএনপির পোলিং এজেন্টদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া তাবিথ আউয়ালের পোস্টার ছেড়া অবস্থায় পরে থাকতে দেখা যায়। এছাড়া ৩৬ নম্বর ওয়ার্ডের মধুবাগ শের-ই-বাংলা কলেজেও বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে সকাল ১০টার দিকে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গিয়ে ওই পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে নিয়ে যান।

এগিকে আজ শনিবার দুপুর ১২টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুলের সামনে আওয়ামী লীগ নেতা কর্মীর ভিড় লক্ষ্য করা গেছে। সেখানেও ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে।

ডিএনসিসির আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজুল ইসলাম নেতাকর্মীদের নিয়ে মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এলে সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া আবুল কাশেম মোল্লার নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পরে পুলিশ কেন্দ্রের সামনে থেকে তাদের সরিয়ে দেয়। দুজনই আ.লীগ প্রার্থী। একই ওয়ার্ডের শাহ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেও আ.লীগ নেতাকর্মীর ভিড় ও কম ভোটার দেখা গেছে। ওই ওয়ার্ডের শাহ আলী মহিলা কলেজে ভোটারদের উপস্থিতিও কম দেখা গেছে।

আরো পড়ুন

জসিম হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড'

জসিম হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড’

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা মেহদী হাছান জসিমকে গুলি করে হত্যার দায়ে ৮ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।সোমবার …