কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সেপটিক ট্যাংকে নেমে আল আমিন (২৫) ও সুজন (৩২) নামের দুই যুবকের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসী জানান, শুক্রবার (১২ জুন) সকালে গংগারহাটের আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। এ সময় শ্রমিক আল আমিন ট্যাংকের গর্তে নামেন। বেশ কিছুক্ষণ তার সাড়া না পাওয়ায় ওই এলাকার সুজন নামের এক যুবক তাকে উদ্ধার করতে নামেন। বেশ কিছুক্ষণ তারা দুজন উঠে না এলে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন। নাগেশ্বরী ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে তাদের দুজনকে উদ্ধার করে। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের দলনেতা শাহীন বলেন, ‘খবর পেয়ে আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করি। সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে।’
Comment here
You must be logged in to post a comment.