প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডা. মুজিবুর রহমান রিপন মারা গেছেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে মারা যান তিনি। ইউনাইটেড হাসপাতালের কমিউনিটেকশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের প্রধান ডা. সেগুফা আনোয়ার শনিবার জানান, মুজিবুর রহমান ২ জুন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডা. মুজিবুর রহমান কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। তিনি দুপুর ১২টার দিকে মারা গেছেন।
তার মরদেহ আড়াইটার দিকে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে। ডা. মুজিবুরের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের হিসাবে, দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০১ জন স্বাস্থ্যকর্মী। আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ১ হাজার ৪০ জন।
এ পর্যন্ত ৩৬ জন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়ে এবং ৫ জন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানিয়েছে বিএমএ।
Comment here
You must be logged in to post a comment.