ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। শোনা যাচ্ছে, বিয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।
টলিউড ডটনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, অরঙ্গবাদের একজন স্বনামধন্য শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগরওয়াল। এই অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, খুব শিগগির তিনি এই ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।
যদিও এই গুঞ্জন নিয়ে কাজল এখনো কোনো মন্তব্য করেননি।
এদিকে গত বছর অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, খুব শিগগির বিয়ে করতে চান তিনি। আর তার মনের মানুষকে অবশ্যই পজেসিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে।
বর্তমানে কাজলের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।
Comment here
You must be logged in to post a comment.