কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি এবং আইসোলেশন সেন্টারগুলোতে হাইফ্লো-অক্সিজেন কেনোলা (হাই স্পিড অক্সিজেন সিলিন্ডার) সঙ্কট নিরসনে ৫০টি পূর্ণাঙ্গ অক্সিজেন সিলিন্ডার বিতরণ করেছে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)।বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে কক্সবাজারের হিলডাউন সার্কিট হাউজের মিলনায়তনে সেব আয়োজিত এক অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মো. মাহবুবর রহমানের কাছে এসব অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।
সেব এর দেওয়া ৫০টি পূর্ণাঙ্গ অক্সিজেন সিলন্ডারের উপকরণগুলোর মধ্যে রয়েছে মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার (১.৩৬ এম-৩/১৩৬ওএল) ৪০টি, মেডিক্যাল অক্সিজেন সিলিন্ডার (৯.৮ এম৩/৯৫০ ওএল) ১০টি, ফ্লোমেটার হিউমিডাইফিয়ার ৫০টি, সিলিন্ডার ট্রলি ২৫টি, অক্সিজেন নাসল কেনোলা (প্রাপ্ত বয়স্ক) ২০০টি, অক্সিজেন নাসল কেনোলা (শিশু) ২০০টি, অক্সিজেন ফেস মাস্ক (প্রাপ্ত বয়স্ক) ৩০০টি এবং অক্সিজেন ফেস মাস্ক ৩০০টি।
সেব এর সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসবের মধ্যে ১২টি সেট সহায়তা হিসেবে প্রদান করেছে ফিড কেমিক্যাল সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে ডা. মাহবুবর রহমান বলেন, ‘কক্সবাজারের দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এতে জেলার আইসোলেশন সেন্টারগুলোতে চিকিৎসার জন্য জরুরি হাইফ্লো-অক্সিজেন কেনোলার (হাই স্পিড অক্সিজেন সিলিন্ডার) প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এ নিয়ে চিকিৎসা কেন্দ্রগুলোতে কিছুটা সঙ্কটও বিরাজ করছে।’
আইসোলেশন সেন্টারগুলোতে বিরাজমান অক্সিজেন সঙ্কট নিরসনে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর এ সহায়তা করোনা রোগীদের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মন্তব্য করে সিভিল সার্জন বলেন, ‘সেব এর প্রদান করা অক্সিজেন গ্যাস সিলন্ডারগুলো জেলার আইসোলেশন সেন্টারগুলোতে চাহিদার ভিত্তিতে বরাদ্ধ দেওয়া হবে।’
প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘সেব কর্তৃক করোনা রোগীদের চিকিৎসা সেবায় অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এর মধ্য দিয়ে রোগীদের চিকিৎসা সেবায় জরুরি প্রয়োজনীয় উপকরণ অক্সিজেন প্রদান অব্যাহত রাখা সম্ভব হবে।’
কক্সবাজারে কয়েকজন করোনা আক্রান্ত রোগী অক্সিজেনের অভাবে মারা গেছেন উল্লেখ করে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর চেয়ারম্যান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ‘করোনা মহামারীর এ দুর্যোগে একজন রোগী অক্সিজেনের অভাবে মারা যাবে; এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাময়। বিষয়টি সেব এর সংশ্লিষ্টদের নজরে এলে জেলার করোনা রোগীর আইসোলেশন সেন্টারগুলোতে অক্সিজেন গ্যাস সিলিন্ডার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।’
সেব এর মহাসচিব মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, ‘করোনা মহামারির শুরুতেই সেব মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই সঙ্কট মোকাবেলায় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক কাজ অব্যাহত থাকবে।’
Comment here
You must be logged in to post a comment.