করোনা ভাইরাসকে সম্ভবত কখনই বিদায় করা যাবে না এবং বিশ্বের জনগণকে এর সঙ্গেই বসবাস করা শিখতে হবে।ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু) বুধবার এই হুশিয়ারী উচ্চারণ করেছে।
করোনা মোকাবেলায় জারি করা নিষেধাজ্ঞা অনেক দেশের তুলে নেয়ার প্রেক্ষাপটে হু বলছে, একে সম্ভবত পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে না।
জেনেভায় এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে হু’র পরিচালক মাইকেল রায়ান বলেন, ভাইরাসটি নতুন এবং এটি প্রথমবারের মতো মানুষের মাঝে ছড়িয়েছে। আমরা কখন জয়ী হবো তা বলা খুবই কঠিন।
তিনি আরো বলেন, এই ভাইরাস হতে পারে অন্য ভাইরাস রূপে আমাদের মাঝে ছড়াবে, যা কোনদিনই যাবে না।
এ ক্ষেত্রে তিনি এইচআইভি’র প্রসঙ্গ টেনে বলেন, যেমন এইচআইভি যাচ্ছে না। কিন্তু আমাদেরকে এর সাথেই বসবাস করতে হচ্ছে।
এদিকে দেশে দেশে নিষেধাজ্ঞা শিথিল প্রসঙ্গে হু সতর্ক করে বলছে, এর ফলে দ্বিতীয় দফায় ভাইরাসটি যে ছড়াবে না তার কোন নিশ্চয়তা দেয়া যাচ্ছে না।
হু’র প্রধান টেডরস এডহানম গেব্রিয়াসিস বলেছেন, বিভিন্ন দেশ বিভিন্ন রকম পদক্ষেপ নিতে পারে। কিন্তু আমাদের সুপারিশ হলো সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা অবলম্বন।
এদিকে স্বাভাবিক জীবনে ফিরতে আরো অনেক সময় অপেক্ষা করতে হবে বলেও সতর্ক করেন রায়ান।
Comment here
You must be logged in to post a comment.