খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রোগীকে (গৃহবধূ) যৌন হয়রানির অভিযোগ ওয়ার্ডবয় নজরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) নগরীর সোনাডাঙ্গায় হাফিজনগর এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।
নজরুল ইসলাম নগরীর সোনাডাঙ্গা খোড়ার বস্তি এলাকায় বসবাস করেন। তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কোশালিয়া গ্রামের মনসুর আলীর ছেলে।
এর আগে রোগীকে যৌন হয়রানির দায়ে করোনা হাসপাতালের চাকরি থেকে অব্যহতি দেওয়া হয় তাকে। অভিযুক্ত নজরুল আউটসোর্সিংয়ের মাধ্যমে নিযুক্ত কর্মচারি হিসেবে কর্মরত ছিলেন।
সূত্র জানায়, ১৩ জুন রাতে খুলনার নূরনগর এলাকায় অবস্থিত করোনা ডেডিকেটেড হাসপাতালে (ডায়বেটিক হাসপাতাল) চিকিৎসাধীন করোনা আক্রান্ত এক গৃহবধূকে যৌন হয়রানি করে ওয়ার্ডবয় নজরুল।
অভিযোগ প্রমাণিত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার (১৫ জুন) তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
বিষয়টি নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাধেশ্যাম সরকার বলেন, ‘নজরুলের বিরুদ্ধে ওই গৃহবধূর পক্ষ থেকে যৌন হয়রানীর অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটকের পর ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’
Comment here
You must be logged in to post a comment.