জাতীয়সারা বাংলা

করোনা (কোভিড-১৯) যুদ্ধের এক মহান যোদ্ধা

করোনা (কোভিড-১৯) যুদ্ধের এক মহান যোদ্ধা

মোঃ জাকিরুল ইসলামঃ
করোনা যুদ্ধের শুরু হতে বর্তমান পর্যন্ত যে সকল মহান যোদ্ধারা দেশের জন্য নিজ এলাকার জন্য দিন রাত সমান ভাবে নিঃর্স্বাথে যুদ্ধ করে যাচ্ছেন তাদের মধ্যে এক মহান যোদ্ধা উওরবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা পঞ্চগড়ের কৃতি সন্তান পৌর আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক। মানব সেবায় নিয়োজিত পঞ্চগড়ের এক প্রাথমিক জড়িপে বেড়িয়ে আসে কাজী আল তারিক এর নাম।

ইতিমধ্যেই পঞ্চগড়ের ১ নং ওয়ার্ড হতে ৯ নং ওয়ার্ড পর্যন্ত নিজ অর্থায়নে গরীব, অসহায় ও কর্মহীন মানুষের পাশে সূর্যের আলোর মতো বিরাম হীন ভাবে সাহায্য সহযোগীতা করে আসচ্ছেন। তিনি সকল প্রকার আরাম – আয়েশ পরিত্যগ করে এবং লোভ লালসা অর্থ মোহের উর্ধ্বে থেকে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কাজী আল তারিক বলেন, সকল মানুষের মধ্যে একজন ভালো মানুষ হয়ে বেঁচে থাকার স্বার্থকতাই আলাদা।

তিনি আরো বলেন, অনেক দান বীরের চেয়ে একজন ভালো দান বীর হওয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়।

সরজমিনে দেখা যায় যে, পঞ্চগড় সদর ২ নং ওয়ার্ড এ বসবাস কারী এক ছোট ব্যবসায়ী মোঃ সাদেকুল ইসলাম বাবু জানান, কাজী আল তারিক ভাই পঞ্চগড়ের মধ্যে নিজ অর্থায়নে গরীব অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে বিরামহীন ভাবে বিভিন্ন ধরণের ত্রাণ, ইফতার, মাক্স সহ সব ধরণের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। অন্যদিকে ৫নং ওয়ার্ডের এক ছোট পান দোকান দার চাচা বলেন, আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব মানুষের উপকারের জন্য নিজের জায়গাটুকু পর্যন্ত বিক্রি করে দিয়েছে আল্লাহ তার ভালো করুক।

Comment here