রোববার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, করোনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই করোনার সমস্যা রয়েছে।তারপরও করোনার মধ্যে ‘জীবন চলতে থাকবে। জীবন স্থবির থাকতে পারে না। এ কারণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।’
করোনায় মন্ত্রী-এমপিদের মৃত্যুর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার কারণে এরইমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীকে বলবো, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এই করোনা থেকে মুক্তি দেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এটি শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই।’
শেখ হাসিনা বলেন, ‘করোনার কারণে উন্নয়নে ব্যাহত হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রাখতে।’ উন্নয়নের গতি ধরে রাখার চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
Comment here
You must be logged in to post a comment.