করোনাভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের ১২টি নির্দেশনা দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে নিয়মিত মাইকিং করে প্রচারের আহ্বান জানিয়েছে সরকার।
সোমবার (৮ জুন) ধর্ম মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায়।
প্রচারের জন্য ১২ নির্দেশনা হলো-
১। আতঙ্কিত না হয়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখুন এবং করোনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করুন।
২। কিছুক্ষণ পরপর সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড দুই হাত ভালোভাবে পরিষ্কার করুন।
৩। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন এবং চলাফেরা ও সব কাজে সামাজিক দূরত্ব বজায় রাখুন।
৪। হাচিঁ, কাশির সময় টিস্যু অথবা কাপড় ব্যবহার করুন, বা বাহুর ভাজে নাক মুখ ঢেকে রাখুন।
৫। একান্ত জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যেতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন।
৬। নিয়মিত পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন।
৭। করোনা উপসর্গ দেখা দিলে ডাক্তারের শরণাপন্ন হোন। কোন লুকোচুরি করবেন না। করোনা আক্রান্ত অধিকাংশ রোগীই চিকিৎসার পর সুস্থ হয়ে যান
৮। করোনায় আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের প্রতি মানবিক আচরণ করুন।
৯। নিয়মিত শরীর চর্চা অথবা শারিরিক পরিশ্রম করুন।
১০। গুজব রটাবেন না। গুজবে কান দেবেন না। গুজবে বিচলিত হবেন না।
১১। করোনা সংক্রমণ রোধে সরকারের নির্দেশিত বিধি—নিষেধ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অবশ্যই অনুসরণ করুন।
১২। অপরিস্কার হাতে নাক, মুখ ও চোখ স্পর্শ করবেন না। যেখানে সেখানে কফ, থুতু ও ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব মসজিদের খতিব, ইমাম, পরিচালনা কমিটির সদস্য এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের ধর্মীয় নেতা, পরিচালনা কমিটির সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের সর্বত্র করোনা সংক্রমণ অব্যাহত রয়েছে। এই মহামারি রোধে সরকার এবং সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন ও প্রতিষ্ঠান ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রচার ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। দেশের সব মসজিদ থেকে প্রতিদিন ও জুমার খুতবার সময় মসজিদের মাইকে এবং অনুরুপভাবে অন্যান্য ধর্মীয় উপাসনালয় থেকে করোনাভাইরাস সংক্রমণ রোধে করণীয় সম্পর্কে প্রচার করা হলে সাধারণ জনগণ এ বিষয়ে আরো সচেতন হবে।
Comment here
You must be logged in to post a comment.